Saturday, October 1, 2016

UpWork কি ? যাদের জ্ঞান একেবারেই শূন্য তাদের জন্য






প্রশ্নঃ UpWork কি ? UpWork এ  কিভাবে কাজ করতে হয় ? UpWork এ কি কি কাজ পাওয়া যায় ?UpWork এর কোন কাজের উপর ট্রেনিং নিব বা কোন কাজ শিখলে UpWork এর জন্য ভাল হবে ?

উত্তরঃ  UpWork কিঃ  UpWork হল একটি ওয়েব সাইট  যেখানে ভিবিন্ন ক্যাটাগরির কাজ কে সাজিয়ে রেখেছে, আর সেখানে ২ ধরনের ব্যাক্তি রেজিস্ট্রেশন করে থাকে।
১। ক্লায়েন্ট যে কাজ দিবে ২। কনট্রাক্টর যে কাজ করবে

বিস্তারিতঃ

ক্লায়েন্টঃ যে কোন ব্যাক্তি যাদের কাজ দরকার যে কাজ দিবে বা যে কাজ করাতে চাচ্ছে এবং কাজের বিনিময়ে পারিশ্রমিক দিতে প্রস্তুত ঠিক তখন UpWork এ রেজিস্ট্রেশন করে একটি প্রোফাইল করে এবং যে ক্যাটাগরির কাজ দরকার সেটি সিলেক্ট করে তার কাজ পোষ্ট করে, এবং এক বা একাধিক কাজ সে পোষ্ট করতে পারবে তবে ক্লায়েন্ট কে অবশ্যই কাজের বিনিময়ে পেমেন্ট UpWork এ যে তার কাজ টি করে দিয়েছে তার প্রোফাইলে দিবে, কাজ সাধারণ ২ ভাবে পোষ্ট করে থাকে,
১। ফিক্সড প্রাইস কাজঃ একটা কাজের জন্য নির্দিষ্ট প্রাইস
উদাহরণঃ একটি লোগো দরকার এবং এর জন্য আমি $40 দিব,

২। আওয়ারলি কাজঃ একটা কাজের জন্য নির্দিষ্ট টাইম দেয় এবং সেই টাইম এর মধ্যে কাজ শেষ করতে হবে

উদাহরণঃ একটি লোগো দরকার এবং এর জন্য ক্লায়েন্ট ৫ ঘণ্টা সময় দিব এর মধ্যে আপনাকে করে দিতে হবে, আর প্রতি ঘণ্টায় ক্লায়েন্ট $৮ করে দিবে

২। কনট্রাক্টরঃ যে কাজ করতে ইচ্ছুক এবং কাজের বিনিয়মে পারিশ্রমিক নিবে, তবে সে ক্ষেত্রে তার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে সেই কাজের উপর যা UpWork এ ভিবিন্ন ক্যাটাগরির তে সাজিয়ে রেখেছে, এবং তার অভিজ্ঞতা, দক্ষতা অনুযায়ী UpWork এ একটি প্রোফাইল করতে হবে, UpWork এর নিয়ম অনুযায়ী প্রোফাইলটি ১০০% করতে হবে, তারপরে উপড়ে ক্লায়েট এর পোষ্ট করা কাজে এপ্লায় করতে হবে ফিক্সড প্রাইস অথবা আওয়ারলি, তবে এপ্লায় করার পূর্বে অবশ্যই দেখে নিতে হবে ক্লায়েন্ট এর প্রোফাইল, যেমনঃ ক্লায়েন্ট এর পেমেন্ট সিস্টেম ভেরিফাই করেছে কিনা, কত জন কে আগে কাজ দিয়েছে, কত ডলার খরচ করেছে, অন্যদের কে ঘণ্টায় কত ডলার করে দিচ্ছে এবং অন্যান্য কনট্রাক্টর দেয়া তার  ফিডব্যাক স্কুর , যদি সব কিছুই ভাল তাহলে কাজে এপ্লায় করতে কোন বাঁধা নেই তবে একটা জব এ ১০০ জন ও এপ্লায় করতে পারে, সেক্ষেত্রে ক্লায়েন্ট যাকে পছন্দ করবে তাকেই কাজ দিবে কিন্তু ১০০ জনের মধ্যে আপানকে কেন কাজ দিবে ? তাহলে প্রোফাইল অনেক ভাল করে সাজাতে হবে এবং এপ্লায় করার সময় ক্লায়েন্ট যা চাচ্ছে তা যেন পরিপুর্ন থাকে, ধরে নিলাম আপনি কাজ টি পেয়েছেন, তাহলে আপনি আপনার সর্বচ্চ চেষ্টা করবেন কাজ সাকসেসফুল হওয়ার, ধরে নিলাম কাজ সাকসেসফুল এবং প্রথম পেমেন্ট পেলেন :D এর জন্য আপানকে UpWork এর নিয়ম অনুযায়ী কিছু দিন অপেক্ষা করার পড় আপনার একাউণ্ট পেমেন্ট আসবে ঠিক তখন ই আপনি পেমেন্ট উটাতে পারবেন মাধ্যম হিসবে, ব্যাংক, স্ক্রিল, পেওনার মাস্টার কার্ড দিয়ে।

UpWork এ কি কি কাজ পাওয়া যায় ঃ UpWork এর নিজস্ব কোন কাজ নেই, তবে UpWork এ যে কাজ গুলো সাজিয়ে রেখেছে তা নিচে লিংক এ গিয়ে দেখে নিন

UpWork এর কোন কাজের উপর ট্রেনিং নিব বা কোন কাজ শিখলে UpWork এর জন্য ভাল হবেঃআগেই বলেছি UpWork এর নিজস্ব কোন কাজ নেই তবে আপনি উপড়ে লিংক দেয়া যে কাজ টি আপনার ভাল লাগে টিক সেটাই শিখবেন, অন্যের পছন্দ করা কোন কাজ শিখতে যাবেননা, ২ দিন পড় আপনার ভাল নাও লাগতে পারে, তখন নিজের পছন্দেই আবার ফীরে আসতে হবে তাতে করে অনেক সময় নষ্ট হবে, হা অন্যরা হয়ত কোন কাজ ভাল এবং কাজের মান বলে দিতে পারে বাকিটা আপনার পছন্দ মত কাজ সিলেক্ট করে শিখে নিবেন, তবে এত বড় লিস্ট দেখে মাথা হ্যাং হয়ে গেছে কি ছাতার কাজ পছন্দ করব, হা সে ক্ষেত্রেও আপানকে কষ্ট করতে হবে
যেমনঃ UpWork এ গিয়ে প্রতিটা ক্যাটাগরির কাজ এ ক্লিক করে দেখেন, কোণ কাজে ক্লায়েন্ট কত করে পেমেন্ট দিচ্ছে আর কি পরিমাণ কনট্রাক্টর কাজের জন্য এপ্লায় করতেছে তাহলেই কাজের মান বুঝে যাবেন,  তাছাড়াyoutube.com এ গিয়ে একটা একটা করে করে সার্চ দেন, দেখবেন টিউটিরিয়াল চলে আসছে, আর টিউটিরিয়াল গুলো দেখেন ভাল করে আর বুঝেন কোন কাজটি আপনি সহজেই বুঝতেছেন, কোন কাজ মনে করতেছেন যে হা এটি আমার জন্য পারফেক্ট যখন পারফেক্ট তখন ঐ কাজটি শিখবেন, যদি মনে করেন যে ঐ কাজটি আপনি ইন্টারনেট থেকে কিছুই শিখতে পারতেছেন্না ঠিক তখন কোন একপার্টদের কাছ থেকে শিখে নিবেন অথবা ভাল যারা আসলেই কাজ শিখায় তাদের কাছ থেকে কাজ শিখে নিবেন,

শেষকথাঃ আপনার যদি কাজের দক্ষতা থাকে শুধু UpWork কেন যে কোন যায়গায় আপনি ভাল কাজ করতে পারবেন, আপনার কাজের দক্ষতা UpWork এর জন্য নির্দিষ্ট নয়
Share:

6 comments:

Pages