Wednesday, September 28, 2016

Tips to Get Work At Upwork For Old Freelancer

আসসালামুআলাইকুম,

যারা UPWORK এ অনেক দিন ধরে কাজ করছেন, কিন্তু এখন কাজ পাচ্ছেন না। তাদের জন্য আজকে আমার এই পোস্ট, শুধু মাত্র নিজের অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করছি। কোনরুপ ভুল ত্রুটি ক্ষমাসরূপ দৃষ্টিতে দেখবেন।
কাজ পাওয়ার ক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে আপনাকে ইংরেজি ভাল ভাবে জানতে হবে এবং যে কাজটিতে আপনি Bid করছেন তার সম্পর্কে ভাল জ্ঞান থাকতে হবে।
এখন কানেক্ট হয়াতে অনেক সমস্যা এর সম্মুখিন হতে হয়, দেখা যায় মাস শেষ হওয়ার আগে সব কানেক্ট শেষ হয়ে যায়। 

যে যে বিষয় কাজ পাওয়ার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণঃ

১। যে কাজ গুলো পোস্ট হয়,তার সম্পর্কে ভাল জ্ঞান থাকলে Bid করবেন।

২। কাজ পোস্ট হওয়ার সময়টা দেখবেন, কাজটি যদি পোস্ট হয় ২-১০ মিনিট এর ভিতর চেষ্টা করবেন ওই কাজটি Bid করার জন্য। এতে কাজ পাওয়ার ৮০% সম্ভাবনা থাকে।

৩। Applicant List এ ১-১০ এর ভিতর থাকার চেষ্টা করবেন। কারন বেশিরভাগ ক্লায়েন্ট ১-১০ এর মধ্যে অ্যাপ্লাই গুলকে প্রাধান্য দেয়।

৪। আপনার জব success টি ৯০-১০০% এর ভিতর রাখার চেষ্টা করবেন। ক্লায়েন্টরা জব success কে অনেক প্রাধান্য দেয়। 
এই জব success এর বেপারে পরে আমি বিস্তারিত আপানাদের জানাবো যারা জানে না তাদের জন্য।

৫। আপনার Cover letter কে খুব সহজ করে উপস্থাপন করুন, যাতে করে ক্লায়েন্ট বুজতে পারে আপনি কি বলতে চাইতাছেন।
  
৬। Cover letter এ IT WHOM MAY CONCERN, Hey Whats up, এই লেখাগুলি পরিহার করুন। HELLO SIR, HI “CLINET NAME”, HELLO এই লিখা গুলি লেখার চেষ্টা করুন।

৭। যখন কোন কাজের রিপ্লাই আসবে চেষ্টা করবেন তারাতারি রেস্পন্স করার, দেরি করে রেস্পন্স করলে কাজ হারাবার সম্ভাবনা থাকে। কোন কাজ না বুজলে অভিজ্ঞদের সাহায্য নিন, নয়ত আমাদের ফেসবুক গ্রুপ এ পোস্ট করুন। 

৮। এখন কানেক্ট সিস্টেম হওয়াতে তারাতারি কানেক্ট শেষ হয়ে যায়, আমি আপনাদের বলবো আপনারা মাসের মাঝামাঝি সময় থেকে Bid করার চেষ্টা করবেন, কারন এতে অনেকে কানেক্ট শেষ হওয়ার কারনে তারা Bid করতে পারে না, অ্যাপ্লাই কম হলে কাজ পাওয়ার সুযোগ থাকে।

৯। ক্লায়েন্টদের সাথে ভাল সম্পর্ক রাখার চেষ্টা করেন, তাদের কে কাজের ডেলিভারি খুব তারাতারি অ্যান্ড খুব নিখুত ভাবে দেওয়ার চেষ্টা করবেন।

আরও অনেক কিছু হয়ত মিস হয়েছে বা মনে পড়ছে না। কোন প্রকার ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ সবচেয়ে বড় যে বেপার সেটি হল হতাশ হবেন না। আর আমারা ত আছি আপনাকে সাহায্য করার জন্য, সো নো টেনশন।
Share:

"How to gain Rising Talent on Upwork"



আপওয়ার্ক যারা নতুন তাদের কাজ পেতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, অনেক সময় ২,১ টি কাজ করে আর কাজ পায় না আপওয়ার্ক এ একটি প্রোগ্রাম আছে নতুনদের জন্য সেটি হল “RISING TALENT” ব্যাজ।আজকের লিখা মূলত এই নতুনদের জন্য কিভাবে এই ব্যাজ পাবে তাদের অ্যাকাউন্ট এ। 


আপনি যদি “RISING TALENT” হতে চান তাহলে আপনার যা থাকতে হবেঃ


১। একটি ১০০% সম্পূর্ণ প্রোফাইল সঠিকভাবে আপনার পেশাদারী পরিচয় বজায় রাখে, সুতরাং আপনার প্রোফাইল টি যাতে ১০০% থাকে সে দিকে খেয়াল রাখবেন। প্রোফাইল কিভাবে ১০০% করবেন, এই ভিডিওটি দেখলে বুজতে পারবেনঃ https://youtu.be/Q2ldxwKF2ss
 
২। আপনার availability স্ট্যাটাস সব সময় up-to-date রাখতে হবে। availability স্ট্যাটাস কোথায় up date রাখতে হবে এই স্ক্রিনশট টি দেখলে বুঝতে পারবেনঃ http://prntscr.com/cg5qia
 
৩। আপনার স্কিল প্রাসঙ্গিক বিষয় জব গুলোতে নিয়মিত বিড করতে হবে। অনেক সময় দেখা যায় আপনার জব স্কিল দেয়া এস ই ও কিন্তু আপনি বিড করছেন ডাটা এন্ট্রি জবে সে ক্ষেত্রে আপনি রাইজিং ট্যালেন্ট থেকে বঞ্ছিত হবেন, ইদানিং স্কিল প্রাসঙ্গিক জব বিড না করার কারনে অনেকের আপওয়ার্ক আইডি সাসপেন্ড করে দিচ্ছে। এই স্ক্রিনশট টি দেখলে বুঝতে পারবেন, একজন নিজের স্কিল প্রাসঙ্গিক জব বিড না করার  কারনে তাকে কিভাবে আপওয়ার্ক এ সাসপেন্ড করা হলঃ http://prntscr.com/cg5tzo
 
৪। আপওয়ার্ক এর সার্ভিস সংক্রান্ত শর্তাবলী মেনে চলতে হবে। কি কি শর্তাবলী মেনে চলতে হবে তা বিস্তারিত জানতে এই লিঙ্ক টি ভিজিট করুনঃ https://support.upwork.com/hc/en-us/articles/211067618
 
৫। ক্লায়েন্ট যখন কাজ দিবে, ভাল ভাবে এবং ক্লায়েন্ট এর মন মত কাজ ডেলিভারি দেয়ার চেষ্টা করবেন, এতে করে যেমন করে জব সাকসেস বাড়বে তেমন করে “RISING TALENT” হওয়ার সম্ভাবনা অনেক বেশী থাকবে

৬। কাজটি নেবার পূর্বে আপনি যে সময়ের মধ্যে করে দেয়ার প্রমিজ করেছিলেন তা সঠিক সময়ের মধ্যে করে দিবেন। অর্থাৎ ক্লায়েন্ট কাজটি আপনাকে করার জন্য ৫ দিন সময় দিলে আপনি চেষ্টা করবেন ওই ৫ দিনের ভিতর কাজটি ডেলিভারি দেয়ার জন্য। 

৭। “RISING TALENT” হওয়ার জন্য আর একটি বিশেষ বিষয় হল আপনাকে ৯০ দিন অ্যাক্টিভ থাকতে হবে ((প্রপোজাল জমা দেওয়ার বা কাজ প্রদান করা)

উপরোক্ত বিষয় গুলো ফলো করলে আপনি আপনার আপওয়ার্ক অ্যাকাউন্ট এ “RISING TALENT” ব্যাজ পাবেন।

“RISING TALENT” ব্যাজ পাওয়ার পর আপনি কিছু সুবিধা পাবেন আপওয়ার্ক থেকে, তা নিচে দেয়া হলঃ

১। আপনার প্রোফাইলে একটি “RISING TALENT”ব্যাজ দিবে, এবং যেটি আপনার ক্লায়েন্ট এর নিকট লক্ষণীয় হবে।

২। একটি প্রিমিয়াম মেধাবৃত্তি মধ্যে আপনাকে অন্তর্ভুক্তি করা হবে যাতে করে টপ ক্লায়েন্টরা আপনাকে খুজে পায়।

৩। আপনি ক্লায়েন্টদের কাছে প্রপোজাল জমা দেওয়ার জন্য 30 টি বিনামূল্যে কানেক্ট এককালীন বোনাস পাবেন।  

৪। আপনাকে বিশেষ একটি সাপোর্ট টিমের সাথে চ্যাট এবং টিকেট দেয়ার জন্য একসেস দেয়া হবে। 

৫। আপনাকে সাহায্য করার জন্য ব্যক্তিগতকৃত প্রোফাইল টিপস দিবে যাতে করে আপনি মার্কেট প্লেস এ  সফল ভাবে আপনার ফ্রিল্যান্স সেবা দিতে পারেন। 


কাজের বাহিরে সময় বের করে নতুনদের জন্য কিছু লিখার চেষ্টা করেছি, সম্পূর্ণ লেখা আপওয়ার্ক হেল্প পেজ থেকে নেয়া, জানি না ঠিক মত লিখতে পেরেছি কিনা। এর পরে কিভাবে পুরানো ফ্রীলাঞ্চার রা সহজে বিডের সাহায্যে কাজ পাবে তা আলোচনা করবো। আপনারা যদি লাইক, কমেন্ট শেয়ার না করেন তাহলে লিখতে উৎসাহ পাবো না। 

নতুন লিখছি জানি না কেমন হয়েছে,ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। উৎসাহ পেলে ভবিষ্যতে আরও ভাল কিছু লেখার চেষ্টা করব। 


ধন্যবাদ সবাইকে।
Share:

Pages